
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুর হান্নান রুনু সভাপতিত্ব এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, শংকর অধিকারী, সুষমা বালা, প্রশান্ত ঘোষ, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, খুব দ্রুতই লোহাগড়ার মানুষ নতুন ভবনে চিকিৎসার সুযোগ পাবে। দরিদ্র রোগীদের চিকিৎসায়ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা করা হবে।