শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় ফিল্মী স্টাইলে অশীতিপর বৃদ্ধকে অপহরণ করে ৫ ঘন্টা আটকে সাদা স্ট্যাম্পে টিপসই রেখে ছেড়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অন্যতম আসামি জার্জিসকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে চালান দিয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, অপহরণের শিকার বৃদ্ধ লাল মিয়া হাওলাদার (৮৪) গত ১২ মে দুইজনকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার সকালে পুলিশ মামলার অন্যতম আসামি জার্জিস (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বয়বৃদ্ধ লাল মিয়া হাওলাদার (৮৪) সাংবাদিকদের কাছে বলেন, গত ২মে বিকেল ৪টার দিকে খেতের বেগুন ও কলা বিক্রির জন্য স্থানীয় রাজাপুর বাজারে যাই। এ সময় রতিয়া রাজাপুর গ্রামের আঃ আজিজ হাওলাদারের পুত্র জসিম ও হান্নান বিএসসির পুত্র জার্জিস ৭/৮জন সঙ্গীয় লোকজন নিয়ে অতর্কিতে এসে বাজারের পথচারীদের সামনে আমাকে জোর করে টেনে হিচড়ে একটি ইজিবাইকে উঠিয়ে রাজৈর ব্র্যাক অফিসের পাশে একাটি বাসায় নিয়ে আমায় আটকে রাখে। সেখানে বসে জসিম ও জার্জিস বলে “তোর ছেলের কাছে টাকা পাবো সেই টাকা দিয়ে এখান থেকে যাবি”। আমি ছেলের বিষয় কিছু জানিনা বলে জানালে অপহরণকারীরা “আমাকে জবাই করার হুমকি দিয়ে আমার গলায় ধারালো দা ধরে একটি সাদা স্ট্যাম্পে টীপসই রেখে রাত সাড়ে আটটার দিকে তারা আমাকে ছেড়ে দেয়”।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত