শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় অবৈধভাবে খাল থেকে ড্রাম ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ড্রেজার জব্দ করেছেন। এ সময় ড্রেজার মালিক পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, জনৈক ইউনুস জোমাদ্দার উপজেলার নলবুনিয়া গ্রামের খাল থেকে অবৈধভাবে ড্রাম ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গ্রামের খালের পাড় ভেঙ্গে পড়ার উপক্রম হয়। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ নলবুনিয়া গ্রামে অভিযান চালান। খাল থেকে বালু উত্তোলন অবস্থায় ড্রাম ড্রেজারটি জব্দ করেন। এ সময় ড্রেজার মালিক ইউনুস জোমাদ্দার পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, ড্রেজারের পাইপ ধংস করে জব্দকৃত ড্রেজারটি স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে । উপজেলায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।