
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় শনিবার বিকেলে আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাগেরহাট -৪ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগ। উপজেলা আওয়ামী নির্বাহী কমিটির সদস্য এম এ রশিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, মোরেলগন্জের বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন তালুকদার, মোরেলগন্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার লিয়াকত আলী খান, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিন,আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ রুমি, আসাদুজ্জামান স্বপন, রফিকুল ইসলাম কালাম, আবুল হোসেন নান্টু প্রমূখ। বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত ও শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।