
শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় মঙ্গলবার বিকেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শরণখোলা শাখা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শরণখোলা শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভিপি এ্যান্ড ক্লাষ্টার হেড মোঃ এনায়েত ফকির। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শরণখোলা শাখার এসপিও এ্যান্ড ম্যানেজার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির এফ এ ভিপি মোঃ আঃ জলিল,শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন,শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী ও সাংবাদিক আঃ মালেক রেজা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শরণখোলা শাখার এসপিও এ্যান্ড ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন,শরণখোলার বিভিন্ন এলাকার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত