শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার বিকেলে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শরণখোলা শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন মানিক, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক আঃ মালেক রেজা। এ-উপলক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শরণখোলা শাখা ব্যবস্থাপক মোঃ আল-আমীন বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক দেশে ব্যাংকি কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের সাধারণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবছরও শরণখোলায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।