
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় বুধবার সকালে সুন্দরবন থেকে অবৈধভাবে ধরে আনা বিপুল পরিমাণ কাকড়া আটক করেছে বনরক্ষীরা। বর্তমানে সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা শরণখোলা উপজেলার রাজৈর মৎস্য ঘাটে অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা মজিবর রহমান তালুকদারের মাছের আড়ত থেকে দুই বস্তা ও তিনটি ঝুড়িতে থাকা প্রায় ১০০ কেজি কাকড়া জব্দ করেন। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ ) শেখ মাহবুব হাসান বলেন, জব্দকৃত কাকড়া শরণখোলার সোনাতলা গ্রামের মাছ ব্যবসায়ী ডালিম মেম্বারের জেলেরা সুন্দরবন থেকে ধরে এনেছে বলে তারা জানতে পেরেছেন। জব্দকৃত কাকড়ার বাজার মূল্য লক্ষ্যাধিক টাকা। এ ব্যাপারে বন আইনে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দকৃত কাঁকড়া সুন্দরবনের খালে অবমুক্ত করা হবে। বর্তমানে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সুন্দরবনে কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

