শরণখালা আঞ্চলিক অফিস : শরণখালায় “সিএসও নেটওয়ার্ক সদস্যদের এডভোকেসী ও গণতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সুশীল সমাজ, উনয়ন কর্মী, সাংবাদিক, সমাজসেবক ও নারী কর্মীবৃন্দ অংশগ্রহন করেন। মঙ্গলবার দুপুরে অগ্রদুত ফাউন্ডেশনের হলরুমে সটার ফর ন্যাচারাল রিসার্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়াজনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন উনয়ন সংস্থা হলভটাস এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহরিয়ার, সিএনআরএস এর প্রজেক্ট কা-অর্ডিনেটর এম. আরাফাত হাসন ও ফিল্ড অফিসার মোঃ আজাহার হোসেন। প্রশিক্ষন মতামত ব্যক্ত করেন শরণখালা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হোসেন ও সাংবাদিক সাবেরা ঝর্না প্রমূখ।