শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় সোমবার দুপুরে (১৫ মে) দক্ষিণ রাজাপুর গ্রামে আমগাছ থেকে পড়ে মোঃ কুদ্দুস মোল্লা (৬২) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মারা গেছে। গাছে উঠে আম পাড়ার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিক্ষকের বড়ভাই বীরমুক্তিযোদ্ধা আঃ আউয়াল মোল্লা জানান, তার ভাই অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক কুদ্দুস মোল্লা সোমবার দুপুর বারোটার দিকে গাছে উঠে আম পাড়ছিল। এসময় হঠাৎ করে পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ৭৪ নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বালেন, গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত