শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় শুক্রবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমাজের পরিচয়ে বিজয় দিবসে চাঁদাবাজীর প্রতিবাদে এই মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্নআহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী,আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু,উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার,উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী সুজন হাওলাদার প্রমূখ। বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ্উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ব্যপকভাবে চাঁদার নামে টাকা আদায় করা হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন।তারা এর প্রতিকার দাবী করেন।
এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, উপজেলা প্রশাসন থেকে কোন চাঁদাবাজী করা হয়নি। স্বেচ্ছায় কয়েকজন ব্যবসায়ী অনুদান দিয়ে গেছেন। এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই বলে ইউএনও জানিয়েছেন।
শরণখোলায় চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন
Leave a comment