শরণখোলা আঞ্চলিক অফিস : রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে শরণখোলায় ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শরণখোলা সরকারী কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল সূত্রে জানা যায়, সোমবার সকালে শরণখোলা সরকারী কলেজে বিএনপির ৩১ দফা নিয়ে ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। এ সময় তার সাথে ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছাত্র ছাত্রীরা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা নিয়ে মত প্রকাশ করেন।