
শরণখোলা আঞ্চলিক অফিস : বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। গতকাল শনিবার বিকালে শরণখোলা উপজেলা মহিলা দলের আয়োজনে রায়েন্দা মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস সাগর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মোঃ মধু, রুহুল আমিন হাওলাদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার,উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন বেগম, সাধারণ সম্পাদক আসমা আক্তার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। সভায় কাজী খায়রুজ্জামান শিপন বলেন,সামনে নির্বাচন,আর এই নির্বাচনে জনগণকে বোকা বানাচ্ছে একটি দল। তারা বাড়িবাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছেন। তিনি আরো বলেন, ওই দলটি আসলে বেহেশতের টিকিট বিক্রি করছে, না দোযখের টিকিট বিক্রি করছে, তা বোঝা মুশকিল। তাই মা-বোনেরা ওই দলের লোকজন থেকে আপনাদের সজাগ থাকতে হবে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে মহিলারা আসেন সভা স্থলে।

