শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুস্থঃ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শরণখোলা উপজেলা পরিষদ মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল। এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ, শরণখোলা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত দুস্থঃ দরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।