শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় মঙ্গলবার সকালে জেলেদের জীবনমান উন্নয়ন, টেকসই মাছ ধরার পদ্ধতি ও জীববৈচিত্র সংরক্ষণ প্রকল্পের উপর এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরণ” এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শরণখোলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক চৌধুরী। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম মেহেদী হাসান, শরণখোলা প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শেখ মোহাম্মদ আলী, এনজিও সমন্বয় কমিটির সভাপতি আলমগীর হোসেন মিরু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস,শরণখোলা থানার এসআই মোঃ মফিজুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার মোঃ রাজিব জামান ও উত্তরণের এরিয়া ম্যানেজার নাজমিন নাহার প্রমূখ। কর্মশালায় জানানো হয়, উত্তরণ শরণখোলার খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে ৩ বছর মেয়াদে জেলেদের জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করবে। কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,এনজিও ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত