
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলার পল্লীতে বাড়ির পথের জায়গা জবরদখল করে নেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের বেদম মারপিটে গুরুতর আহত জমির মালিক তাপস কুমার হালদার বাবুল(৪৫)। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের মৃত বিমল হালদারের বাড়ির পথের জায়গা একই গ্রামের জনৈক শাহ আলম মল্লিক সম্প্রতি জবর দখল করে নেয়।এবিষয়ে জিজ্ঞাসাবাদ করায় গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহআলম মল্লিক, নুরু আকনসহ তাদের সঙ্গীয় আরো ৭/৮ জন লোক লাঠিসোঁটা নিয়ে বিমলের পুত্র তাপসের উপরে ঝাপিয়ে পড়ে বেদম মারপিটে করে তাকে গুরুতর আহত করে ফেলে রাখে এমনকি তাকে হাসপাতালে যেতে না দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে এলাকাবাসী তাপসকে রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, মারামারির কোন ঘটনার খবর তার জানা নেই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।