শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতিরজনকের প্রতি শ্রদ্ধা নিবেদন, আনন্দর্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ র্যালী উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, মেজবাহ উদ্দিন খোকন, আবুল হোসেন নান্টু ও ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
শরণখোলায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Leave a comment