শরণখোলা আঞ্চলিক অফিস
শরণখোলায় রোববার ভোর রাতে এম বি বাবলী-২ নামে বালু বোঝাই একটি কার্গো ডুবে গেছে। উপজেলা সদর রায়েন্দা ¯øুইসগেট সংলগ্ন খালে নোঙর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
কার্গোর মিস্ত্রি আ: খালেক জানান, রাজবাড়ীর পাকশির মোটা বালু বোঝাই করে তারা শনিবার সন্ধ্যায় শরণখোলায় এসে রায়েন্দা ¯øুইস গেটের খালে নোঙর করেন। কার্গোটিতে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯ হাজার ফুট বালু ছিলো। ভোর রাত সাড়ে তিনটার দিকে ভাটির টানে একদিকে হেলে পড়ে কার্গোটি ডুবে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কার্গোটির মালিক যৌথভাবে নারায়নগঞ্জের পাবেল ও বাবুল মিয়া বলে কার্গোর মিস্ত্রী জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত