শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির ব্যানারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহান।শরণখোলা সরকারী কলেজের শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর,সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন,বিএনপি নেতা এ্যাডভোকেট ফারজানা জাহান নিপা, বিএনপি নেতা শহীদুল ইসলাম লিটন, মিজানুর রহমান মোল্লা, অহিদুজ্জামান বাবু, গিয়াস উদ্দিন খান, শ্রমিক দল নেতা এম মাসুদ হোসাইন, যুবদল নেতা আবুল হোসেন বয়াতী,ছাত্রদল নেতা গোলাম রাব্বি প্রমূখ। বক্তারা আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে নিরলস কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।