শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় বিএনপি’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ সবুর আকনের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্নআহবায়ক ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডঃ কাজী মনিরুজ্জামান মনির। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, বিএনপি নেত্রী আঞ্জুমান আরা আলো, বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলন, খুরশিদ জাহান খুশি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজাহান মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম লিটন, ধানসাগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অহিদুজ্জামান বাবু, খোন্তাকাটা বিএনপি’র সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ুন কবির প্রমুখ।