শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় শুক্রবার সকালে দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড়ে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শরণখোলা উপজেলা শাখা সভানেত্রী মিসেস সাগর আক্তার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, বিএনপি নেতা ডাঃ শফিকুল ইসলাম বাবুল, নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মোঃ মধু, মহিলা দলের নেত্রী আসমা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।