শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় সোমবার ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘‘তারুণ্যের উৎসব ২০২৫” এর কর্মসূচির আওতায় দিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় শরণখোলা উপজেলা পরিষদ এলাকায় যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘‘তারুণ্যের উৎসব ২০২৫” এর র্যালিতে নেতৃত্ব দেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই ও শরণখোলা প্রেসক্লাব সভাপতি শেখ মোহাম্মদ আলী। দিনব্যাপি বিজ্ঞান মেলায় উপজেলার দশটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্টল খুলে বসেন এসব স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধরণের উদ্ভাবনী সরঞ্জাম দর্শকদের সামনে তুলে ধরেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত