শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলার দক্ষিণ তাফালবাড়ী গ্রাম থেকে বিশাল এক পদ্মগোখরা সাপ উদ্ধার হয়েছে। শুক্রবার (১১জুলাই) বিকেলে ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা কৃষক মনিদ্র খলিফার বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন। ৬ফুট লম্বা এবং তিন কেজি ওজনের গোখরা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, বিষধর পদ্মগোখরা সাপটি কৃষক মনিদ্র খলিফার পুকুর পাড়ের বেড়ার জালে আটকে ছিলো। এই সাপ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কারণে স্থানীয় অভিজ্ঞ সাপুড়ে শামছু মিয়ার সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সাপুড়ে শামছু মিয়া বলেন, আমি প্রায় ২০ বছর ধরে সাপ ধরছি। হাজারেরও বেশি বিষধর গোখরা সাপ ধরেছি, কিন্তু এতো বড় গোখরা এর আগে ধরেছি বলে মনে পড়ে না। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, এতো বড় পদ্মগোখরা সচরাচর দেখা যায় না। ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা সাপটি ধরে স্টেশন অফিসে নিয়ে আসার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত