
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা আঃ কাদের বয়াতীকে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার বিকেলে দাফন করা হয়েছে। উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের বয়াতী বুধবার (৩ ডিসেম্বর) ভোরে দক্ষিণ তাফালবাড়ী গ্রামের তার জামাতা মোস্তফা জামান মৃধার বাড়ীতে দীর্ঘ রোগ ভোগের পরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। বুধবার বিকেল ৩টায় সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের বয়াতীকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ জমাদ্দার, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলামসহ বিভিন্নস্তরের সাধারণ মানুষ। নামাজে জানাজা শেষে তাকে দক্ষিণ তাফালবাড়ী গ্রামে তার জামাতার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

