শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় বুধবার বিকেলে থানা পুলিশ রাজাপুর গ্রামে গলায় রশি দেয়া হিমাংসু কুমার হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পুত্র জয়ন্ত হাওলাদার বলেন, তার পিতা দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন। বুধবার বিকেলে সবার অলক্ষে সে বাড়ীর পিছনে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন,বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবংপরিবারের অভিযোগ আপত্তি না থাকায় লাশ সৎকারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।