শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় শুক্রবার সন্ধ্যায় মা ও তার শিশু কণ্যা খুন হয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু ঐ গ্রামের আবু জাফরের স্ত্রী।
শুক্রবার রাত সাড়ে ৮টায় নিহত গৃহবধুর ভাসুর আবু হানিফ হাওলাদার বলেন, শুক্রবার (১১ আগষ্ট) মাগরিবের নামাজের সময় কে বা কারা তার ছোটভাই আবু জাফরের ঘরে প্রবেশ করে ভাইয়ের স্ত্রী পাপিয়া বেগম (৩০) ও তার শিশু কণ্যা সাওদা জেনি (৫) কে ধ্রাালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্বজনরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। তারা গৃহবধূকে গুরুতর অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পাপিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত পাপিয়ার স্বামী আবু জাফর দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছেন বলে স্বজনরা জানান।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ তাওহিদুল ইসলাম বলেন, রাত ৮টায় হাসপাতালে পাপিয়াকে আনা হয়। হাসপাতালে আসার আগেই সে মারা গেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রয়েছেন। এ মুহুর্তে হত্যাকান্ডের বিষয় কিছু বলা যাবেনা তদন্ত করা হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত