
শরণখালা আঞ্চলিক অফিস : শরণখোলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তাবাস্সুম আক্তার অধরা নামে এক অষ্টম শ্রেনির ছাত্রীর মৃত্যু হয়েছে। তাবাস্সুম আক্তার অধরা রোববার সকালে প্রতিদিনের মত বাবার সাথে মোটরসাইকেলে করে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলো। পথে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তাবাস্সুম। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৫টার দিকে সে মারা যায়। অধরা উপজলার খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে ।