শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় সোমবার বিকেলে বলেশ্বর নদীতে মোবাইল কোর্টের অভিযানে অর্ধলক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পড়িয়ে দেওয়া হয়েছে। জাটকা নিধন রোধে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাযায়, সোমবার বিকেলে শরণখোলা উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: নুরই আলম সিদ্দিকীর নেতৃত্বে বলেশ্বর নদীতে মোবইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় রাজেশ্বর পয়েন্টে নদীতে জাটকা ধরার সময় দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে রায়েন্দা ফেরিঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মেরিন অফিসার রবিউল ইসলাম,সহকারী মৎস্য অফিসার সিরাজুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাটকা নিধন রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত