
শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের সকাল ৯ টায় শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে শহিদ বীরমুক্তিযোদ্ধাদের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শরণখোলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। এর পরে ইউএনওকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ জমাদ্দার ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আঃ রশিদ জমাদ্দার, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম,শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলে রাব্বী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান প্রমূখ। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল।

