
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় সোমবার জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যায়ের ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
দিন ব্যপী প্রতিযোগিতা শেষে বিকেলে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ। শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনার অব গেস্ট ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। বক্তৃতা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল প্রমূখ।
প্রধান অতিথি সাংসদ বদিউজ্জামান সোহাগ বলেন, শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য বিকাশে বেশি বেশি করে খেলাধুলার চর্চা সহ মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে দায়িত্ব পালন করতে হবে।