শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেমস ইন বাংলাদেশ (বিসিএফএস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ মিরাজ উদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদা ফাউন্ডেশনের শরণখোলা উপজেলা ম্যানেজার মাসুদ রানা।