শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় থানা পুলিশ রবিবার সকালে রহমত হাসান তাজ (১৫) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে। নিহত ছাত্র উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামের বাইজিদ ইলিয়াসের পুত্র।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামের বাড়ীতে বসে শনিবার দুপুরে স্কুল ছাত্র রহমত হাসান কীটনাশক পান করে। পরিবারের লোকেরা বিষয়টি টের পেয়ে নিকটস্থ মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে বাগেরহাট নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ রবিবার (১১ই মে) সকালে পশ্চিম ধানসাগর গ্রাম থেকে ঐ ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রহমত হাসান ড. মাসুম বিল্লাহ ডি.এন. কারিগরি কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন,স্কুল ছাত্রের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য রবিবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত