শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনমান উন্নয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ৩৬ লাখ টাকা বিতরণ করেছে। উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচিত দুইশত পরিবারের প্রত্যেক পরিবারকে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলা এরিয়া প্রোগ্রাম (এপি) উপজেলার হত দরিদ্র পরিবারের জীবনমান পরিবর্তনের জন্য সরকারের সহযোগি হিসাবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবছর জনগণের অংশগ্রহনের মাধ্যমে শরণখোলার ৪টি ইউনিয়নের নির্বাচিত হতদরিদ্র পরিবারের পারিবারিক আয়বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দুইশত পরিবারে শর্ত সাপেক্ষে মোবাইল একাউন্টে বিকাশের মাধ্যমে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে। টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা শরণখোলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী এস. এম. মেহেদী হাসান, জাইকা কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান মিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারলসুশ্রী। এ সময় গ্রাম উন্নয়ন কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।