শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় ৫দিন ব্যপী ৪০তম ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল শেষ হয়েছে। শনিবার রাতে মাহফিলের শেষ দিন প্রধান অতিথি ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী।
শনিবার (২৫ জানুয়ারী) রাতে শরণখোলার বানিয়াখালী হাইস্কুল মাঠে বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন তাফসিরুল কুরআন মাহফিল কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, মিশরের ক্বারী শাইখ ইয়াছির বিন আব্দুল্লাহ আল কুরাশি, ফিলিস্তিনের ক্বারী ডঃ ফাওকি মুহাম্মদ জাওয়াদাহ ও বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে মাহফিলে আলোচনা করেন, জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ আঃ আলীম, মাওলানা রফিকুল ইসলাম কবীর প্রমূখ। প্রধান অতিথি শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশটাকে কারাগারে পরিণত করেছিলো। হাজার হাজার আলেম ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে ও গুম করে হত্যা করেছে। দেশে কোন ওয়াজ মাহফিল করতে দেয়নি। আলেমদেরকে জঙ্গী আখ্যা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিলো। এখন দেশে গণহত্যাকারীদের বিচার শুরু হয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানো হবে বলে মন্তব্য করেন দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী। শামীম সাঈদীর আগমনকে কেন্দ্র করে মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা গেছে।
শরণখোলায় ৫দিন ব্যপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত
Leave a comment