
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় ধানসাগর গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে এক বাড়িতে দস্যুতা সংঘটিত হয়েছে।
দস্যুরা গৃহকর্তার হাত পাঁ বেঁধে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। দস্যুতার শিকার সুজন হালদার সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সিঁদ কেটে ৩ জনের দস্যুচক্র তার ঘরে প্রবেশ করে। এসময় ঘুম ভেঙ্গে গেলে দস্যুরা তার (সুজন হালদার) হাত-পাঁ বেঁধে ফেলে। এরপর তার গলায় ছুরি ধরে আলমারীতে থাকা স্বর্ণের দুটি চেইন, দুইটি বালা, চারটি আংটি ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, সিঁদ কেটে ঘর চুরির খবর পেয়েছি। এ ব্যপারে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।