
শরণখোলা আঞ্চলিক অফিস : এবার শরণখোলার লোকালয়ে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির সজারু। উদ্ধারকৃত সজারুটিকে মঙ্গলবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে শরণখোলার উপজেলার সোনাতলা গ্রামের আ: ছালাম গাজীর বাড়ির পুকুর পাড়ে জালে জড়িয়ে একটি বিরল প্রজাতির সজারু আটকে যায়। খবর পেয়ে বনরক্ষীরা মঙ্গলবার সকালে ঐ বাড়ি থেকে সজারুটি উদ্ধার করে নিয়ে আসে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করে আনা বিরল প্রজাতির ৪ কেজি ওজনের সজরুটিকে মঙ্গলবার দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।