প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২২, ৮:০৮ পি.এম
শরণখোলায় জেল হত্যা দিবস পালিত
![]()
শরণখোলা আঞ্চলিক অফিস
শরণখোলায় বৃহস্পতিবার সকালে ৩রা নবেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে
দিবসটি পালন উপলক্ষে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম টিপু। সভায় অন্য্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, আওয়ামী লীগ নেতা আবু জাফর জব্বার, আবু রাজ্জাক আকন, আবুল হোসেন নান্টু, এম ওয়াদুদ আকন, আসাদুজ্জামান স্বপন,তপু বিশ্বাস ও তাইজুল ইসলাম তাজু সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৭৫ সালের ৩ নবেম্বর নিহত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া