শরণখোলা আঞ্চলিক অফিস
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শরণখোলায় বৃহস্পতিবার বিকেলে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শরণখোলা উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে উপজেলা জাপা সভাপতি বদরুজ্জামান আবু গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান বাবুল তালুকদার, জাপা নেতা জাহাঙ্গীর আলম বাচ্চু ও মাওলানা আঃ মান্নান প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধাদ্বয় হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার,সাংবাদিক শেখ মোহাম্মদ আলী ও মহিদুল ইসলাম।
স্মরণ সভা শেষে মরহুম এরশাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।