
শণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় শনিবার দিনব্যপী শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল) সকাল ১০টায় প্রাক্তন ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য র্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালী শেষে কলেজ মিলনায়তনে শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে প্রাক্তন ছাত্রছাত্রী ও সূধীবৃন্দের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান মিঠু, আসাদুজ্জামান তাজ, বিএনপি নেতা কাওসার আহমেদ, আবুল কালাম মীর, ও অহিদুজ্জামান বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আঃ মালেক রেজা।