বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামরুল ইসলাম কুটুর ২০তম শাহাদাৎবাষির্কী উপলক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের কার্যালয়ে সকাল ১০টায় তার স্বরণে মহানগর শ্রমিক লীগের উদ্যেগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভায় দোয়া পরিালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
উক্ত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, কাজী রফিকুল ইসলাম বারী, সঞ্জয় কর্মকার, প্রশান্ত কুমার ঘোষ, মো: সেলিম ফরাজী, মো: তৈয়বুর রহমান, আকরাম শিকদার, খোকন শীল কুটি, মো: রেজাউল করিম, মানু সাহা, অসিম পাল, প্রবির পালসহ প্রমুখ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ কামরুল ইসলাম কুটুর আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত