বিজ্ঞপ্তি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাৎ বার্ষিকী আগামী ৩০ মে যথাযোগ্য মর্যাদায় পালনে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। স্ব-স্ব পৌরসভা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। শনিবার বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সাংগঠনের যৌথ প্রস্তুতিসভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে রবিবার (২৮ মে) কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসুচি সফলে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, ইলিয়াস হোসেন মল্লিক, আনিছুর রহমান, এসএম মুর্শিদুর রহমান লিটন, মোঃ রবিউল হোসেন, রফিকুল ইসলাম বাবু, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, মোঃ দিদারুল হোসেন, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, মোঃ হাবিবুর রহমান, এড. সেতারা সুলতানা ও আজাদ আমিন প্রমুখ।
কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌরসভা, উপজেলা এবং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, এই মহান নেতার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।