জন্মভূমি রিপোর্ট : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দীনের ১৯ তম শাহাদাৎবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি রোববার। ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক শেখ বেলাল উদ্দীন শক্তিশালী রিমোর্ট কন্ট্রোল বোমায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন। এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে নগরীর ইকবাল নগরস্থ পুর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক বেলালসহ কোন সাংবাদিক হত্যার বিচার হয়নি। তদন্ত প্রতিবেদন দাখিলের একশ’বার পিছিয়েও সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিকদের হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানীর ঘটনা বেড়েই চলেছে।
ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন দৈনিক পুর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি ও খালিশপুর জুট মিলের সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজের সহ-সভাপতি এহতেশামুল হক শাওন।
ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এমইউজের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সিনিয়র সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, মরহুমের ছোট ভাই ও দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামুসদ্দিন দোহা প্রমূখ
বিস্তারিত কর্মসূচি গস্খহণ ঃ খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৯ম শাহাদাৎবার্ষিকী আজ রোববার । এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
এমইউজে খুলনার উদ্যোগে রোববার সকাল ১০ টায় রায়েরমহলস্থ পারিবারিক কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়। খুলনা প্রেসক্লাব কর্মসূচির মধ্যে রয়েছে, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল। সকাল ১১ টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত