
বিজ্ঞপ্তি : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ূন কবীর বালুর ১৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৭ জুন মঙ্গলবার। দিবসটি যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে দশটায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে মাল্যদান ও বেলা ১১টায় হুমায়ূন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাবের আলোচনা সভায় যোগদান। খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ।

