ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের সমীকরণ মাথায় নিয়েই আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। পুনেতে টাইগারদের প্রতিপক্ষ তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া। টসে জিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স বোলিং নেয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেন দুই বাংলাদেশী ওপেনার। ৭৬ রানের উদ্বোধনী জুটির পর নাজমুল শান্ত এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে ভালো সংগ্রহ পায় লাল-সবুজ দল। রান আউটে শান্তর বিদায়ের পর হৃদয়ের সঙ্গে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুর্ভাগ্যের শিকার হয়ে তিনিও আজ ফিরেছেন দ্রুতই।
টসে হেরে ব্যাটিংয়ে নামার পর আজ লিটন-তামিম মিলে বড় একটি জুটিই গড়েছিলেন। আসর জুড়েই ব্যর্থ হওয়া উদ্বোধনী জুটি যেন আজ দিশা খুঁজে পেয়েছিল। অজি বোলারদের দেখেশুনে খেলে এ দুজন মিলে আজ দ্রুত রান তুলতে থাকেন স্কোরবোর্ডে।
এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে আজ পাওয়ার প্লেতেই টাইগারদের স্কোরবোর্ডে ওঠে ৬২ রান। লিটন-তামিম দুজনেই এগোতে থাকেন বড় রানের দিকে। কিন্তু দুর্দান্ত সূচনার পরও নিজের ইনিংস্কে বড় করতে পারেননি তামিম। দ্বাদশ ওভারে শন অ্যাবটের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান করেন তিনি।
তামিম ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন নাজমুল শান্ত। এ দুজন মিলেও বড় জুটির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ৩০ রানের জুটি ভাঙে লিটনের বিদায়ে। অ্যাডাম জাম্পার বল তুলে মারতে গিয়ে মার্নাস লাবুশেনের মুঠোবন্দী হন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৩৬ রান করেছেন তিনি।
এদিকে লিটনের বিদায়ের পর ক্রিজে শান্তর সঙ্গী হন তাওহীদ হৃদয়। এ দুজনের ব্যাটের ফের রানের চাকা সচল হয় টাইগারদের। দুজন মিলে আজ সফল একটি জুটিও গড়েছিলেন। তবে অহেতুক রান আউট হয়ে শান্ত বিদায় নিলে ৬৩ রানেই থামে এ জুটি। সাজঘরে ফেরার আগে ৫৭ বল খেলে ৬ চারে ৪৫ রান করেন শান্ত। এরপর ক্রিজে হৃদয়ের সঙ্গী হন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত