ডেস্ক নিউজ : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বৃহস্পতিবার। সকাল ৮টায় সকল মন্দিরে নব পত্রিকা স্থাপন ও সপ্তমী বিহীত পূজা সম্পাদন হবে। সন্ধ্যায় ঢাকের তালে তালে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল ছিল ষষ্ঠী পূজা। নগরীর দোলখোলা শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরে সকালে ভক্তবৃন্দকে অঞ্জলি প্রদান করতে দেখা যায়। সন্ধ্যায় সকল মন্দিরে দর্শকদের সমাগম ঘটে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকাল আজ বৃহস্পতিবার ও আগামী রবিবার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে।
হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী দুর্গোৎসব গতকাল বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় রূপসা শ্মশান কালী মন্দিরে দুর্গা মন্ডপের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্মশানকালী মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথের পরিচালনায় মহাশ্মশান ও শ্মশানকালী মন্দির পূজা কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার মহাষ্টমী ও মহানবমী একই দিনে অনুষ্ঠিত হবে।
পূজা উদ্যাপন পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এ প্রতিবেদককে বলেন, শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। মন্দিরে দর্শকদেরও সমাগম ঘটতে শুরু করেছে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। আগামী শনিবার দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ এ ধর্মীয় অনুষ্ঠান।