যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র তিন পদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।সভাপতি সাহেব আলী মাষ্টার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও সাংগঠনিক সম্পাদক শুকুর আলী খোকন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপেতা সরকারী প্রাইমারী স্কুল মাঠে ভোট গ্রহণ শুরু অনুষ্ঠিত হয়। ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪৫৯ জন ।
৩ টি পদের মধ্যে সভাপতি পদে দুজন নির্বাচনে অংশগ্রহণ করেন। সাধারন সম্পাদক পদে ৪ জন, ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন অংশ নেন।
সভাপতি পদে সাহেব আলী ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দি আব্দুল মজিদ (মাজেদ) পেয়েছেন ১৭১ ভোট। সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম (রবি) ২০৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ওপর প্রতিদ্বন্দি আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৭০ভোট, অপর প্রার্থীদের মধ্যে আসাদুজ্জামান সাগর পেয়েছেন ২৬ ভোট ও আব্দুস সালাম পেয়েছেন ৩২ ভোট। শুকুর আলী খোকন ১৫১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি শাহীন আলম খান পেয়েছেন ১৪০ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ডাক্তার আতিকুজ্জামান পেয়েছেন ১৩০ভোট ও নাসির উদ্দিন পেয়েছেন ১৭ভোট।
নির্বাচনে যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও সিরাজুল ইসলাম।