
আবুল বাশার, বেনাপোল : দিন ফুরিয়ে এসেছে। আর মাত্র দুই দিন পর ২১শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন। যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মিলে মোট ১১ জন প্রার্থী প্রচন্ড তাপ দাহ উপেক্ষা করে এখন মাঠে-ঘাটে, হাট-বাজারে, পাড়া-মহল্লায় ভোটারের দারে দারে ভোটারের ভোটের আসায় আর নির্বাচনে জয়ের নেশায় ছুটে চলেছেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন- আব্দুল মান্নান মিন্নু, অহিদুজ্জামান অহিদ, অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও সোহরাব হোসেন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, শাহরিন আলম বাদল, আব্দুর রহিম সরদার, তরিকুল ইসলাম মিলন ও শহিদুল ইসলাম মন্টু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, আলেয়া ফেরদৌস, নাজমুন্নাহার, শামিমা আলম সালমা।
দিন ঘনিয়ে আসাতে সব প্রার্থী জোর প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। রাস্তার মোড়ে মোড়ে প্রার্থীর পোস্টারে ছড়াছড়ি। চলছে মাইকিং, লিফলেট বিতরণ সহ জনসংযোগ।
নির্বাচনী এলাকায় নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সুষ্ঠু অবাদ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ৩৩টি ভোট সেন্টার, ২৯টি ভেন্যু, ৮টি মোবাইল টিম, ৪টি স্টাইকিং এর মাধ্যমে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এ উপজেলায় নির্বাচনে ১ হাজারেরও বেশি পুলিশ দায়িত্ব পালন করবেন। একইসাথে কোন প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ সর্বদা সজাগ থাকবে।
এ উপজেলায় উপজেলা নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৩টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন।