
বেনাপোল প্রতিনিধি : বিশ্বও শান্তি মঙ্গল কামনায় পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস আর এই সিয়াম সাধনার মাস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা শাখার উদ্দ্যোগে সংগঠনের শার্শা উপজেলা শাখার বেনাপোল অফিস আলাউদ্দিন সুপার মার্কেটের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল ও ক্রেস্ট প্রধান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাংবাদিক সংস্থা শার্শা সভাপতি সাংবাদিক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আঃ জলিলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল এবং ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয়।
প্রধান অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন থানার সেকেন্ড অফিসার আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস। প্রধান অথিতি মোঃ কামাল হোসেন ভূইয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে করোনাকালীন সময় সঠিকভাবে মানুষের পাশে গিয়ে সেবা প্রদানের লক্ষ্যে ভাল কাজের জন্য ডাঃ মনিরুল ফরাজী, ডাঃ রুবেল শেখ ও ডাঃ সম্মানা ইনামুল কবিরকে ক্রেস্ট প্রদান করে জাতীয় সাংবাদিক সংস্থা।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন বাবু, মোঃ মফিজুর রহমান, নয়ন হালদার, বাবুল হোসেন, মেহেদী হাসান, মোঃ শাহা আলম খান, ইব্রাহিম হোসেন, হাসানুজ্জামান (১), হাসানুজ্জজামান (২), শওকত আলী, আবু সাইদ, জিয়াউর রহমান জুয়েল, জুয়েল রানা, আজগর আলী, ইমরান হোসেন, মামুন হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।