ডেস্ক রিপোর্ট : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জাহাজের একাংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
কার্গো ভিলেজের আগুন লাগা অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, আগুন নেভানোর জন্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে সাতটি ইউনিট ছুটে গেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানাতে পারেনি তারা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আনুমানিক দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত