
ডেস্ক রিপোর্ট : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী।
আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ট্রেনের একটি বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২কেজি ৩০০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ২০০ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্য যাচাই ও বিশ্লেষণের পর সেনাবাহিনীর আভিযানিক দল সুচিন্তিত পরিকল্পনা করে অভিযান চালায়। সেনা সদস্যদের দ্রুত পদক্ষেপ, পেশাদার দক্ষতা ও কৌশলগত সক্ষমতার ফলে অল্প সময়ের মধ্যে এত বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র উদ্ধার করে অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত