জন্মভূমি ডেস্ক : ‘জওয়ান’ ঝড় এখনও চলমান। সেই জোয়ার শেষ না হতেই এবার বলিউড বাদশার নতুন ধামাকা ‘ডাঙ্কি’। প্রভাসের ‘সালার’ আর ডাঙ্কি একই দিনে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ডাঙ্কি সিনেমার নির্মাতারা সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। সিনেমাটির মুক্তি পাওয়ার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে চলতি বছরের ২১ ডিসেম্বরে।
নতুন তারিখ ঘোষণার সাথে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। যেখানে শাহরুখ খানকে একজন সৈনিকের ভূমিকায় দেখা গেছে। আর তার উপরে লেখা ‘প্রতিশ্রুতি রক্ষার জন্য একজন সৈনিকের যাত্রা’।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। কারণ তাদেরকেই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।
‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল। উল্লেখ্য, ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রভাসের ‘সালার’।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত